কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাবেক শিক্ষক নজির আহমদ। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন রফিক।

মতবিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ, ব্যাংক, বীমা ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাজারের ব্যবসায়িক পরিবেশকে আরও উন্নত করতে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এসময় বাজারের প্রতিটি মার্কেটের সামনে সিসি ক্যামেরা স্থাপন, বখাটে নির্মূলসহ নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলনের সময় নিরাপত্তা বৃদ্ধি, গ্রাহক ও ক্রেতাদের সন্তুষ্টির লক্ষ্যে সেবার মান উন্নয়নসহ নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।
সভার আলোচনায় নিয়মিত চাঁদা পরিশোধ, বড় প্রতিষ্ঠানগুলোর চাঁদার পরিমাণ বৃদ্ধি এবং সমিতির সার্বিক উন্নয়ন প্রসঙ্গ উঠে আসে।