চট্টগ্রামে ছাত্র আন্দোলনে সক্রিয় যুবক জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:১০ অপরাহ্ণ ০ বার পঠিত
চট্টগ্রামে ছাত্র আন্দোলনে সক্রিয় যুবক জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী জসিম উদ্দিন নামে এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনা ঘটে মঙ্গলবার রাত ৯টার দিকে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায়।
 

বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগর পুলিশের বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান।
 

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা জসিমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

নিহতের চাচা বশির আহমদ জানান, জসিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি মনে করেন, জসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
 

ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জসিমের গলায় আঘাত করে পালিয়ে যায়, যা তার শ্বাসনালি কেটে দেয়। হাসপাতালে নেওয়ার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।