ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় ৪ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জুলাই ২০২৪ ০২:৩২ অপরাহ্ণ   |   ২৭৩ বার পঠিত
ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় ৪ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে

বুধবার (২৪ জুলাই) চারদিন পর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায়।

এর আগে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শনিবার (২০ জুলাই) থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি এবং রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে।

আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকে। তবে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে দুদেশের মধ্যে এ কার্যক্রম স্বাভাবিক হয়।

তবে বন্দরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।