মাদাগাস্কারে জেন জি’র বিক্ষোভ তৃতীয় সপ্তাহে, পদত্যাগে অনড় প্রেসিডেন্ট রাজোয়েলিনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৫ ০৮:০৪ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
মাদাগাস্কারে জেন জি’র বিক্ষোভ তৃতীয় সপ্তাহে, পদত্যাগে অনড় প্রেসিডেন্ট রাজোয়েলিনা

মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে টানা তৃতীয় সপ্তাহেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
 

আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের বড় অংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথমে পানি ও বিদ্যুতের ঘাটতির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও, পরবর্তীতে তা সরকারের দুর্নীতি, বৈষম্য ও ব্যর্থতার বিরুদ্ধে বৃহত্তর গণবিক্ষোভে পরিণত হয়।
 

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে এটি মাদাগাস্কারের সবচেয়ে বড় জনআন্দোলন। কেনিয়া ও নেপালের তরুণদের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে এখানকার তরুণরাও রাস্তায় নেমেছে। ‘জেনারেশন জেড (জেন জি)’ নামে পরিচিত এই প্রজন্ম দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে।
 

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় টোলিয়ারা ও উত্তরাঞ্চলীয় দিয়েগো সুয়ারেজ শহরেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট রাজোয়েলিনা মন্ত্রিসভা ভেঙে দিলেও আন্দোলন থামেনি। এখন বিক্ষোভকারীরা সরাসরি তার পদত্যাগ দাবি করছে।
 

জাতিসংঘের তথ্যানুযায়ী, বিক্ষোভের প্রথম দিকে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন। তবে সরকার এই তথ্য অস্বীকার করেছে।
 

শুক্রবার এক ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, তিনি বিক্ষোভকারীদের অভিযোগ শুনতে প্রস্তুত, কিন্তু পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। তার কার্যালয়ের এক মুখপাত্র অভিযোগ করেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্টের উদ্দেশ্যে এই আন্দোলনকে ব্যবহার করছে।
 

রাষ্ট্রপতির দপ্তরের তথ্যমতে, শনিবার কয়েকটি বেসরকারি সংগঠন রাজোয়েলিনার সঙ্গে বৈঠক করেছে। তবে অন্য সংগঠনগুলো বৈঠকে যোগ দেয়নি, কারণ তারা সরকারকে বিক্ষোভের নিরাপত্তা নিশ্চিত করা ও আটক বিক্ষোভকারীদের মুক্তির নিশ্চয়তা দিতে বলেছিল।
 

বহু খনিজসম্পদ, জীববৈচিত্র্য ও উর্বর কৃষিজমি থাকা সত্ত্বেও মাদাগাস্কার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। স্বাধীনতার পর থেকে দেশটির মাথাপিছু আয় প্রায় ৪৫ শতাংশ কমে গেছে।
 

৫১ বছর বয়সী প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার ভবিষ্যৎ এখন ক্রমবর্ধমান জনঅসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনিশ্চিত হয়ে পড়েছে।
 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড