ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
নগরীর ইপিজেড এলাকার বন্দরটিলায় টিসিবির আঞ্চলিক কার্যালয়ের তালিকা ভুক্ত ডিলার মেসার্স জামি স্টোরের উদ্যোগে আজ শনিবার দুপুরে প্রায় দুই শতাধিক ভোক্তাদের কাছে রমজানের নিত্যপণ্য সামগ্রী প্যাকেজ আকারে সুলভে দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন।
ট্রাক সেলের মাধ্যমে মেসার্স জামি স্টোরের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম পরিচালক মোঃ শাহনেওয়াজ ও মোঃ শরিফের তত্ত্বাবধানে সারি বদ্ধভাবে মাত্র ৫৮৭/ টাকা দিয়ে ২ লিটার তেল,চিনি ১ কেজি,ছনা-২, মধুর ডাল-২ এবং খেজুর অর্ধ কেজি ন্যায্য মূল্য বিক্রয় করছে।
ভোক্তাদের মধ্যে সন্তোষজনক উত্তর পাওয়া গেছে যে, তাদের কে ঘরে ঘরে গিয়ে টিসিবির পণ্য ক্রয়ের জন্য নির্দিষ্ট টোকেন পৌঁছে দিয়েছেন।
তাই জনগণের তেমন ভোগান্তি পোহাতে হয় নি বলে জানিয়েছেন নিয়মিত ভুক্তা সোলেমান।
এসময় উক্ত কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন ইপিজেড থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, বিএনপি নেতা সুমন রহমান , মেসার্স জামি স্টোরের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম সহ টিসিবির আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত একজন প্রতিনিধি।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সাবেক কাউন্সিলর ও বিএনপি'র নগর সদস্য সরফরাজ কাদের রাসেল এবং চসিকের ওয়ার্ড সচিব কার্যক্রমের সার্বিক দিক নির্দেশনায় রয়েছে বলে উদ্যোক্তারা জানান।