ফিক্সিং কাণ্ডে ইংল্যান্ড ও ডাচ ম্যাচের দায়িত্বে নিষিদ্ধ রেফারি
প্রকাশকালঃ
১০ জুলাই ২০২৪ ০৪:০৪ অপরাহ্ণ ৫৯১ বার পঠিত
ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরে দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মাঠে নামবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন জার্মান রেফারি ফেলিক্স জাওয়ার। তবে এই ফেরারির বিরুদ্ধে আছে একাধিক ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। যার কারণে এই রেফারিকে নিয়ে চলছে নানান বিতর্ক। এর আগে ২০০৫ সালে জার্মানির ঘরোয়া লিগে ২৫০ পাউন্ডের বিনিময় একটি ম্যাচে পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠে জার্মান রেফারি ফেলিক্স জাওয়ারের বিরুদ্ধে।
তার সহকারী রেফারির কাছ থেকে ঘুষ নেন তিনি। যদিও তদন্তে দেখা যায়, টাকা নিলেও ফেলিক্স ঐ ম্যাচে কোনো ইচ্ছাকৃত ভুল করেননি এবং যথাযথভাবে ম্যাচটি পরিচালনা করেছিলেন। তবে অর্থ নেওয়ার কারণে তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এরপর ২০২১ সালে জার্মান লিগ বুন্দেসলিগায় ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। সেই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে হারে ডর্টমুন্ড। সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে একটি পেনাল্টি দেওয়া হয়। যা নিয়েও কম বিতর্ক হয়নি।
এছাড়াও সেই ম্যাচে মিউনিখের ফুটবলার ম্যাট হামেলস ডি বক্সের মধ্যে হাত দিয়ে বল ধরলেও বিষয়টিকে আমলে নেননি ফেলিক্স। সেই সময় ডর্টমুন্ডের হয়ে খেলতেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। সেই ম্যাচ শেষে বেলিংহ্যাম রেফারি ফেলিক্সের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘আপনি ম্যাচের সিদ্ধান্তগুলো দেখুন। এমন এক রেফারি এই সিদ্ধান্তগুলো দিয়েছেন যার অতীতে ম্যাচ পাতানোর রেকর্ড রয়েছে।’