ফেইক আইডি দিয়ে বিএনপির নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারে বিক্ষোভ মিছিল, সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ আগu ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ   |   ৬৯ বার পঠিত
ফেইক আইডি দিয়ে বিএনপির নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারে বিক্ষোভ মিছিল, সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-



চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবের যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ  এর জনপ্রিয়তা নষ্ট করতে একটি  কুচক্রী মহলের ষড়যন্ত্র  অব্যহত রেখেছেন।


লায়ন আসলাম চৌধুরীকে ঘিরে একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করছের বিএনপির নেতৃবৃন্দ। 


সীতাকুণ্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতাকর্মীদের দাবি, একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে।


নেতৃবৃন্দগন  জানান, সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর বিকল্প নেতৃত্ব নেই। তাই একটি চক্র গুপ্তভাবে বিভিন্ন ফেইক  ফেসবুক পেইজ ব্যবহার করে একের পর এক  মিথ্যা তথ্য চালিয়ে যাচ্ছে। এর আগে “সীতাকুণ্ড নিউজ ২৪” নামক একটি পেইজ থেকে একাধিকবার বিভ্রান্তিকর পোস্ট করা হয়। সর্বশেষ গত রবিবার রাতে ওই পেজে ‘সীতাকুণ্ড হাফিজ জুট মিল থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীর নেতৃত্বে দৈনিক ১৫/২০ ট্রাক লোহা ও যন্ত্রপাতি লুট’ শিরোনামে ভুয়া সংবাদ প্রচার করা হয়।


চট্টগ্রাম বিএনপির সাবেক যুগ্ম  আহবায়ক কাজী সালাউদ্দীন বলেন, “জনপ্রিয় নেতা আসলাম চৌধুরীকে টার্গেট করে ভুয়া তথ্য প্রচার দুঃখজনক। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।”


অন্যদিকে পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলু   বলেন, “আসলাম ভাইয়ের মতো একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার দ্রুত বন্ধ হওয়া জরুরি।” বিক্ষোভ মিছিল ও পথসভায় সীতাকুণ্ড পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল, সেচ্চাসেবক দল, অংশগ্রহন করেন। 


এ বিষয়ে আসলাম চৌধুরী নিজেও তীব্র নিন্দা জানিয়ে বলেন, “‘সীতাকুণ্ড নিউজ ২৪’ নামক একটি গুপ্ত পেইজ থেকে আমার নামে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট লেখা প্রচার করে মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে। হাফিজ জুট মিল থেকে লোহা লুটের যে গল্প বানানো হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়। 


তিনি আরও বলেন, “এই গুপ্ত পেজ থেকে এর আগেও আমাদের দলের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা লেখা ছড়ানো হয়েছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি শিগগিরই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”


পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম আজাদ বলেন,শুধু  সীতাকুণ্ড নিউজ ২৪ নয় এই চক্রটির একাধিক ফেইক আইডি রয়েছে,এগুলো তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সবগুলো ফেইক আইডির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।