নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ   |   ২০ বার পঠিত
নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলায় নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 

মানববন্ধনে ধরলা ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত উলিপুর উপজেলার চারটি ইউনিয়ন বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগঞ্জ ও সাহেবের আলগা সমন্বয়ে মন্ডলের হাট প্রশাসনিক থানা ও উপজেলার দাবি করা হয়। 
 

এ সময় বক্তব্য দেন সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আফতাব উদ্দিস, স্থানীয় বিএনপি নেতা নুরে আলম সিদ্দিকী, মেহেদি হাসান মারুফ প্রমুখ।
 

বক্তারা জানান, ২০৭ বর্গকিলোমিটার আয়তনের তিন লক্ষাধিক জনগোষ্ঠী ধরলা ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই এলাকা দুর্গম হওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষে দুর্গম পথ পারি দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়, এ জন্য বৈষম্য দূরীকরণ করে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি চারটি ইউনিয়নের সমন্বয়ে মণ্ডলের হাট নামে প্রশাসনিক থানা ও উপজেলা বাস্তবায়ন করতে হবে।