ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৫ ০৩:৫০ অপরাহ্ণ   |   ১৪ বার পঠিত
ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

 


 

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রামের কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
 

সমাবেশে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব অধ্যক্ষ হারুন অর রশিদ, কুড়িগ্রাম মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর বখ্ত মিয়া।
 

বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে এ দেশের শিক্ষক-কর্মচারীরা অবহেলিত এবং নির্যাতিত। তারা ন্যায্য ভাতা থেকে বঞ্চিত। বর্তমান বাজার পরিস্থিতিতে ভাতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।’
 

তারা অবিলম্বে ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘শিক্ষকদের গায়ে হাত তোলা জাতির অপমান। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
 

সমাবেশে কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।