একাডেমির নবাগত ফুটবলাদের মাঝে প্রাকটিস জার্সি বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৬ অপরাহ্ণ   |   ৯২ বার পঠিত
একাডেমির নবাগত ফুটবলাদের মাঝে প্রাকটিস জার্সি বিতরণ

ক্রীড়া প্রতিবেদন:-


বাফুফের নিবন্ধন প্রাপ্ত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিতে ২০২৫ সেশনের নতুন সদস্য ফুটবলাদের মাঝে গতকাল সোমবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রাকটিস সেশন শুরুর প্রাক্কালে বাফুফের লোগো ও একাডেমির লোগো সম্বলিত আকর্ষণীয় নতুন জার্সি প্রদান করা হয়েছে।

 

নতুন ভর্তি হওয়া বিভিন্ন বয়সের (১১-১৮ বছরের)মধ্যেই তাহমিদ,তাহসিন, মাহিন,ইহান,আনিস, আবিদ,অভি, মোসাব্বির, আব্দুল্লাহ্ আবির এবং সাইদুল, প্রতীক দাশ কে নতুন জার্সি বরণ করা হয়েছে।
 

জার্সি বিতরণ কালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার, স্থানীয় সাংবাদিক, ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, টিমের সহকারী কোচ ও ঢাকা -চট্টগ্রাম এর সিনিয়র ডিভিশনের ফুটবলার মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, পরিচালক সদস্য ও মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার, সদস্য মোঃ আইয়ুব খান সহ অভিভাবক সদস্য ‌গণ উপস্থিত ছিলেন।


আসন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫(সিজন -৩) 'র জন্য নিয়মিত প্রাকটিস সেশন চলমান থাকবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা। তিনি আরো জানান, একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে শুভ উদ্বোধন করা হবে। 


উদ্বোধনী ম্যাচে প্রয়াত ফুটবলার শফি আলম স্মৃতি এবং জিয়াউদ্দিন আহমেদ মন্টু স্মৃতি খেলবে।


টুর্নামেন্টের অপর দুটি দল হচ্ছে প্রয়াত ফুটবলার জানে আলম স্মৃতি ও শাহনেওয়াজ অভি স্মৃতি সংসদ।