ঢাকা প্রেসঃ
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় অভিযোগ গঠন হবে কিনা তা আগামী ১২ জুন জানা যাবে।
আজ রোববার (২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন শুনানি শেষ করে এই দিন ধার্য করেছেন।
দুদক ও আসামিপক্ষ আজ আদালতে শুনানি করেন।
এই মামলার চার্জশিটভুক্ত ১৪ আসামি হলেন:
গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এই মামলার পরবর্তী ধাপ সম্পর্কে সকলকে ১২ জুন অপেক্ষা করতে হবে।