ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় ১,৫০০ ব্যক্তিকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে ট্রাম্প ঘোষণা দেন যে, ওভাল অফিসে পৌঁছেই তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করবেন। এর ধারাবাহিকতায়, এক নির্বাহী আদেশে তিনি ১,৫০০ সমর্থককে মুক্তি দেন।
এর আগে ট্রাম্প, ক্যাপিটল হিল হামলায় জড়িত বন্দিদের ‘রাজনৈতিক বন্দি’ বলে অভিহিত করেন এবং ক্ষমা করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। এই ঘটনায় পাঁচজন প্রাণ হারান। হামলার সময় কংগ্রেস নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদন করার প্রক্রিয়া চালাচ্ছিল।
ডেমোক্র্যাটরা এই হামলার জন্য ট্রাম্পকে দায়ী করে অভিশংসনের উদ্যোগ নিলেও, সেনেটে পর্যাপ্ত সমর্থন না থাকায় তিনি শাস্তি এড়িয়ে যান।