বিনোদন ডেস্ক
বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল, বাউল শিল্পীদের হয়রানি এবং দেশের বন্দর বিদেশিদের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লন্ডনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে লন্ডনের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সাধারণ সম্পাদক সেলিনা শাফির সঞ্চালনায় এবং শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর প্রাক্তন সভাপতি রফিকুল হাসান খান জিন্নাহ, বাংলাদেশি কমিউনিস্ট পার্টির যুক্তরাজ্য শাখার সভাপতি আবিদ আলী, সাংস্কৃতিক সংগঠক উর্মি মাজহার, বাংলাদেশি ওয়ার্কার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ও লেখক ড. আকতার সুবহান খান মাসরুর, সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের সভাপতি গোপাল দাস, ছান্দসিক আবৃত্তি সংগঠনের সভাপতি মুনিরা পারভীন, উদীচীর সহসাধারণ সম্পাদক অসীমা দে, প্রাক্তন সাধারণ সম্পাদক জুবের আকতার সুহেল, বিলেতের কমিউনিটি ব্যক্তিত্ব সাইদা শিখা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহিম তালুকদার এবং উদীচীর সহসভাপতি মুনজেরিন রশিদ সনি।
বক্তারা প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলকে সংস্কৃতিবিরোধী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি বাউল শিল্পীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে যে কোনো প্রকার হয়রানি বন্ধ করার আহ্বান জানান। এছাড়াও দেশের বন্দর বিদেশিদের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়ার পরিকল্পনা বন্ধ রাখার জন্য সরকারের প্রতিও অনুরোধ জানানো হয়।
সমাবেশে কবিতা আবৃত্তি করেন শাহ শরীফ উদ্দিন এবং জান্নাতুল ফেরদৌসী ডলি। এছাড়াও গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী ও সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের শিল্পীরা।