ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-

 

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন—রাবেয়া খাতুন (৬), পিতা রাসেল সরদার এবং আজিবুল ইসলাম (৪), পিতা পলান সরদার। তারা দু’জন চাচাতো ভাইবোন।
 

স্থানীয়রা জানান, সকালে খেলার ছলে বাড়ির পিছনের একটি পুকুরে পড়ে যায় তারা। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।