ভারতে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশি আটক

প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৯ অপরাহ্ণ ০ বার পঠিত
ভারতে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশি আটক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।
 

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে, প্রায় ১টার দিকে, রামগড় ব্যাটালিয়নের নলুয়াটিলা বিওপির অধীনে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

আটককৃতদের মধ্যে আছেন—গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের ছেলে কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০) এবং তার ছেলে শ্রী দীব্কৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্ণব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) এবং অনিরুদ্ধ দে (৪)। এরা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।
 

গোপন সংবাদের ভিত্তিতে, রামগড় ব্যাটালিয়নের নলুয়াটিলা বিওপির উপ-অধিনায়ক নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায় এবং এই ১২ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশি নাগরিককে আটক করে। বর্তমানে তাদের নিকটবর্তী ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্ত এলাকায় কোনো অবৈধ কার্যক্রম এবং অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।