সালমান এফ রহমান ও তার পরিবারের ৩৫৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৮ অপরাহ্ণ   |   ৬৭ বার পঠিত
সালমান এফ রহমান ও তার পরিবারের ৩৫৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

ঢাকা প্রেস নিউজ

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।
 

আজ, সোমবার, ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদনটি দাখিল করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
 

আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমান ও তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি, প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং অবৈধ প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণসহ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
 

অনুসন্ধানকালে, অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীদের নামে একাধিক ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, তারা এসব হিসাব স্থানান্তর কিংবা রূপান্তরের চেষ্টা করছেন। যদি তাদের এই প্রচেষ্টা সফল হয়, তাহলে অনুসন্ধানের ধারাবাহিকতা, মামলা রুজু, চার্জশিট দাখিল এবং আদালত কর্তৃক সাজার পরবর্তী পর্যায়ে সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণের মতো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। সুতরাং, সুষ্ঠু অনুসন্ধান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে, সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন।