ঢাকা প্রেস,মৌলভীবাজার প্রতিনিধি:-
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর মামুন মিয়ার ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়ে গেছেন।
রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত নোমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্র ও থানা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, সুজানগর ইউনিয়নের এক মেয়ের সঙ্গে নোমানের বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার সময় দেনমোহরের বিষয়ে মতবিরোধ দেখা দেয়। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। এ নিয়ে রোববার রাতে বাবা-ছেলের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নোমান ঘরে থাকা একটি কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন।
আঘাতে গুরুতর আহত মামুন মিয়াকে স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নোমান হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।