আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে জমিজমা সংক্রান্ত জেরে হিন্দু পরিবারের উপর হামলা করার অভিযোগ উঠেছে মোঃ ওয়াহেদ আলী (৪৫) ও আজিজুল হক নামের নামদারি নেতার বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন মা ও মেয়ে। বর্তমানে তারা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন, সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের দুবাছুরি গ্রামের ধনপুত সরকারের স্ত্রী জোসনা বালা, মেয়ে সপ্তমী বালা।এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দেন ভুক্তভোগী জোসনা বালা।
অভিযোগ সুত্রে জানা যায়, ধনপুত -জোৎস্না বালা দম্পতির বসত করার মত পৈতৃক জমি ২ শতক ছাড়া কিছু নেই।অন্যের জমিতে তারা বসবাস করে আসতেছে। নিজের ২ শতক জমি প্রতিবেশী সুলতান জবরদখল করে বসত বাড়ি করে ধনপুত -জোসনা বালাকে নিঃস্ব করে নানান ধরনের হুমকি মারপিট করে আসতেছে। মোঃ সুলতান আলী বসত বাড়ি জমি দখল করতে নানান সময় অত্যাচার, মারামারি গালিগালাজ ও বিশৃঙ্খলা করে আসছিল।
পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিততে শালিস বৈঠকে ধনপুত-জোৎস্না বালা জমি অধিকার ফিরে পেলেও হয়রানি, হুমকির হাত থেকে রেহাই পাচ্ছে না। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে ভাড়াটে লোক ওয়াহেদ আলী, আজিজুল পরিবারের উপর হামলা চালায়। এ সময় জোৎস্না বালাকে শ্বাসরোধ ও বিবস্ত্র করে মারধর ও মেয়ে শিক্ষার্থী সপ্তমী বালার উপর হামলা ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।হামলার ঘটনা আহত জোৎস্না বালা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রতিবেশী মোঃ হাবিবুর রহমান জানান, জোসনা বালা নিজের জমি বলতে মাত্র ২ শতক পৈতৃক সম্পত্তি।জমি থাকা সত্বেও দখল না পাওয়ায় অন্যের জমিতে আশ্রয় নিয়ে আছেন। সুলতানের ভাড়াটে লোকজন দ্বারা প্রতি নিয়ত হুমকি ধামকি মারপিট করা হচ্ছে। এটা চরম অন্যায়। এদের বিচার হওয়া উচিত।
ঘোগাদহ ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান বলেন, হামলাকারী ভাড়াটে ওয়াহেদ ও আজিজুল দলের কেউ না।এ বিষয়ে জেলা নেতৃবৃন্দের অবগত করা হয়েছে। দলের নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকলে দল কখনো প্রশ্রয় দিবে না বলে জানান তিনি।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।