চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় বেড়েছে ২.৮ শতাংশ

প্রকাশকালঃ ০৭ মে ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ণ ২৫০ বার পঠিত
চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় বেড়েছে ২.৮ শতাংশ

লতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩ হাজার ৭৩৪ কোটি টাকা আয় করেছে বেসরকারি খাতের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এই আয় প্রতিষ্ঠানটির গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেশি। 

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনের এ তথ্য আজ বুধবার বিনিয়োগকারীদের জানিয়েছে।


এ ছাড়া গ্রামীণফোনের পক্ষে একটি জনসংযোগ প্রতিষ্ঠানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গত তিন মাসের আর্থিক প্রতিবেদনসহ কোম্পানিটির ব্যবসায়িক নানা তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনে ১০ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। ফলে গত মার্চ শেষে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১০ লাখে।

গ্রামীণফোনের মোট গ্রাহকের ৫৪ দশমিক ৩ শতাংশ গ্রাহক ইন্টারনেট–সেবা ব্যবহার করছেন, যা গত প্রান্তিকের চেয়ে দশমিক ২ শতাংশ কম।


গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘গত বছর বাংলাদেশে গ্রাহকদের সেবা প্রদানের ২৫ বছর উদ্‌যাপন করেছে গ্রামীণফোন। এ মাইলফলক নিয়ে আমরা ২০২৩ সালে প্রবেশ করেছি। আমাদের সিম বিক্রি পুনরায় চালু হওয়ার পরে গ্রাহকসংখ্যা আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে আসে এবং আমরা আট কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করি।’

গ্রামীণফোন লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার বলেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার মতো নানা প্রতিকূলতার মধ্যে টানা আট প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জন করেছে গ্রামীণফোন।