দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৫ অপরাহ্ণ   |   ৬১ বার পঠিত
দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার দেবিদ্বারে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—চান্দপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার দুই বছরের ছেলে জারিফ হোসেন এবং একই বাড়ির মো. সোহাগ হোসেনের দুই বছরের মেয়ে নাবিলা আক্তার
 

নিহত শিশুদের চাচা মো. সাকিব হাসান জানান, সকালে উঠানে খেলা করতে দেখা গিয়েছিল দুই শিশুকে। নাস্তা শেষে তারা নিখোঁজ হলে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। পরে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসকরা শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।
 

চান্দপুরের ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। বাড়িতে পুকুর থাকায় অভিভাবকদের আরও সতর্ক থাকা উচিত ছিল।” এ ঘটনায় নিহতদের পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”