হোসেন বাবলা:-
গতকাল শনিবার সকাল ৮ টায় প্রীতি ফুটবল ম্যাচে পতেঙ্গা ফুটবল ট্রেনিং একাডেমি শেষ মুহূর্তের গোলে ড্র করেছে স্বাগতিক দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির সাথে।
সিডিএ বালুর ২নং মাঠে প্রথমার্ধে স্টাইগার নির্ঝর বৈদ্যের গোলে এগিয়ে ছিল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
খেলার ইঞ্জুরি টাইমে বদলী খেলোয়াড়ের দোর-পাল্লায় শটে পতেঙ্গা কে সমতার ফেরান মিড ফিল্ডার ইশরাত।যার ফলে ১-১ গোলে ড্র হয়েছে এই প্রীতি ম্যাচ টি।
খেলা পরিচালনা করেন মাঠ সমন্বয়কারী আমির খন্দকার , সহকারী ছিলেন তৌফিক ও জিয়া।
খেলার পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, কৃতি ফুটবলার মু,দিদারুল আলম পাবেল, দলের সদস্য মোঃ জিয়াউল হক জিয়া প্রমুখ।
এদিকে সোমবার বিকেল ( সাড়ে ৪টায়) দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ( স্কুল ফুটবল দল) এর সাথে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ২য় প্রস্তুতি ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে।
এতে অ-১৫-১৬ ফুটবলারদের সমন্বয়ে দঃ হালিশহর ফুটবল একাডেমির স্কুল টিম গঠনের লক্ষ্যে রোববার বিকেলে প্রাকটিস সেশন থেকে ১৬/১৮ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। স্কুল দলের এই প্রীতি ম্যাচের সেরা দুই জন খেলোয়াড় কে পুরস্কার প্রদান করা হবে। ম্যাচ টি দেখার জন্য টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা বিশেষ ভাবে অনুরোধ জানান।