ঢাকা প্রেস,মৌলভীবাজার প্রতিনিধি:-
মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে নোমান আহমদ (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাড্ডা বাজারে এই ঘটনা ঘটে।
নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের বাসিন্দা লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুস শহীদ জানান, রাত ৮টার দিকে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। তখন দুই যুবক এসে তার বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত নোমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেনদেনসংক্রান্ত বিষয়ে কোনো বিরোধের কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।