গোবিন্দগঞ্জে অরাজনৈতিক সামাজিক সংগঠন “সম্প্রীতি” এর কমিটি গঠন

প্রকাশকালঃ ০২ জানুয়ারি ২০২৫ ০৮:৫০ অপরাহ্ণ ০ বার পঠিত
গোবিন্দগঞ্জে অরাজনৈতিক সামাজিক সংগঠন “সম্প্রীতি” এর কমিটি গঠন

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 


“মিলেমিশে গড়ি স্বপ্নের গোবিন্দগঞ্জ” মূলমন্ত্রে গড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের অরাজনৈতিক সামাজিক সংগঠন “সম্প্রীতি” এর কেন্দ্রিয় নির্বাহী গঠন করা হয়েছে।

 

 

০২ জানুয়ারি বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনকে আহবায়ক ও পার্থ দেবনাথকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সম্প্রীতি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্য সদস্য হলেন, যুগ্ম আহবায়ক রায়হান ফরহাদ লিখন (নাকাইহাট), রতন চন্দ্র (রাখাল বুরুজ), গৌড় মাল পাহাড়ি (কাটাবাড়ি), শাহিন সরকার (পৌর এলাকা), আব্দুল মমিন (পৌর এলাকা), অহেদুল ইসলাম (পৌর এলাকা), তাপসী আক্তার (পৌর এলাকা),  কার্যকরী সদস্য যথাক্রমে এহসানুল হক তুষার (পৌর এলাকা), সুব্রত চন্দ্র সরকার (পৌর এলাকা), ফরহাদ সরকার (রাখাল বুরুজ), আফতাব হোসেন (পৌর এলাকা), মেহরাব জাহিদ (শিবপুর), আবু তাহের (রাখাল বুরুজ), আরিফুল ইসলাম (পৌর এলাকা), সানাউল কবির জাহিদ (গুমানীগঞ্জ), সাইদুল ইসলাম (দরবস্ত), শ্যামল প্রামানিক (শিবপুর), আজাদুল ইসলাম (পৌর এলাকা) ও মুন্নু মিয়া (পৌর এলাকা)। ২০২৫ সালের জন্য অরাজনৈতিক সামাজিক সংগঠন “সম্প্রীতি” এর কেন্দ্রিয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।