রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
সমকালের চবি প্রতিনিধি জানান, দুপুরে তথ্য সংগ্রহের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন আসিফ ভিলা ভবনের সামনে যান। এ সময় এলাকাবাসী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালালে পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তিনি জীবন বাঁচাতে একটি গলিতে প্রবেশ করলে গ্রামবাসী সাংবাদিকদের লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে তিনি স্থানীয় একটি কবরস্থানে আশ্রয় নেন। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে পাশের একটি ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে কয়েকজন লোক তাকে ধরে কিল-ঘুষি মারতে থাকে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা মারধর চালায়। পরে মোবাইল ফোন পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি চবি মেডিকেলে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরো প্রধান শিমুল নজরুল সমকালকে বলেন, “সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিফাত উল্লাহ ও এসএম মাহফুজুর রহমান স্থানীয় উচ্ছৃঙ্খলদের ইট-পাটকেল ও হামলার শিকার হন। তারা আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”