ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে ক্যাবরেরার ব্যাখ্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ০২:১৬ অপরাহ্ণ   |   ১২৬ বার পঠিত
ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে ক্যাবরেরার ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক:-

 

ইতালির ক্লাব ওলবিয়া কালসিও থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবলারটির প্রতি ছিল বিশেষ আগ্রহ। এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। ক্যাম্প শেষে বাংলাদেশ দল ফিরলেও ফাহমিদুল ফিরে গেছেন ইতালিতে।
 

ফাহমিদুলের ফিরে যাওয়ার ব্যাপারে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, "কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি ফিরে গেছে। স্কোয়াড ২৩ জনের হবে। কোচ সব দিক বিবেচনা করে চূড়ান্ত দল গড়েছেন।"
 

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা আগেই ফাহমিদুলের প্রশংসা করেছিলেন, তবে এখন তার মত হলো, ফাহমিদুল জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত নন। তিনি বলেন, "সে সৌদি ক্যাম্পে ভালো অনুশীলন করেছে, তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা আরও বেশি প্রস্তুত। তাকে আরও সময় দিতে হবে।"
 

ক্যাবরেরার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই কোচের দল গঠনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ সন্দেহ করছেন যে, জাতীয় দলে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা।
 

এদিকে দেশে ফিরে ক্যাবরেরা নতুন ফুটবলার হামজাকে নিয়েও কথা বলেছেন। তিনি জানান, "হামজাকে নিয়ে সবাই রোমাঞ্চিত। প্রতি সপ্তাহে আমার সঙ্গে তার কথা হয়েছে। এখন আমাদের লক্ষ্য ভারতকে হারানো।"
 

ফাহমিদুলের জাতীয় দলের স্বপ্ন আপাতত থেমে গেলেও সমর্থকদের প্রশ্ন, এটি শুধুমাত্র প্রস্তুতির ঘাটতির কারণ, নাকি এর পেছনে আরও কিছু বিষয় রয়েছে?