নওগাঁয় শিক্ষার্থী হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৪ ০৫:২০ অপরাহ্ণ ০ বার পঠিত
নওগাঁয় শিক্ষার্থী হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর পত্নীতলায় এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়েছে।
 

রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মধইল বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষ আন্দোলনে অংশ নেয়।
 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মধইল বিএল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুরকে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করে কয়েকজন চিহ্নিত দুষ্কৃতকারী। নিখোঁজ হওয়ার ৮ দিন পর, ১৪ নভেম্বর গ্রামের পাশের একটি ধানখেতে তার খণ্ডিত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় মোস্তাফিজুরের স্বজনরা পত্নীতলা থানায় হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখনও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
 

এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।
 

সড়ক অবরোধের কারণে নওগাঁ-সাপাহার আঞ্চলিক সড়কে মধইল বাজারের দুপাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা দুপুরের দিকে অবরোধ তুলে নেয়।
 

তবে, আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, দ্রুত বিচার প্রক্রিয়া শুরু না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।