মোবাইল ফোনে পানি ঢুকলে যা করবেন

প্রকাশকালঃ ১৩ ডিসেম্বর ২০২৩ ০৪:৪৮ অপরাহ্ণ ১৮১ বার পঠিত
মোবাইল ফোনে পানি ঢুকলে যা করবেন

সাবধানতাবশত অনেক সময় মোবাইল ফোনে পানি ঢুকে যায়। বিশেষ করে ফোনটি যদি পানিরোধী না হয় তাহলে ভিজে গেলে বিভিন্ন সমস্যা হতে পারে।  তবে ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে কিছু পরামর্শ মেনে চললে ফোনটি ভালো থাকবে।

* পানিতে ভিজে গেলে মোবাইল ফোনের ওয়ারেন্টি কাজে আসবে না। পানিতে ফোনের ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষার জন্য ব্যাটারি খুলে পরীক্ষা করে দেখুন। ব্যাটারিতে সাদা রঙের ক্ষুদ্র স্টিকার থাকে ভিজলে তা লাল বা গোলাপি রং ধারণ করে।

* ফোন পানির সংস্পর্শে এসেছে বুঝলে দ্রুত বন্ধ করে ফেলুন। তারপর দ্রুত তা টিস্যু বা নরম কাপড়ে মুছে ফেলুন। এরপর দ্রুত সিম আর ব্যাটারি খুলে ফেলুন। সাবধানে এগুলো শুকাতে দিন। সরাসরি রোদে শুকাবেন না।

ফোন শুকাতে পেপার টাওয়েল বা নরম শুকনা কাপড় ব্যবহার করুন। মোবাইল ফোন শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো। কারণ গরম বাতাসে ক্ষতি হতে পারে।

* মোবাইল ভিজে গেলে ব্যাটারি খুলে ফোনটি সরাসরি ফ্যানের বাতাসে শুকাবেন না। এয়ার কন্ডিশন ভেন্টের সামনে কিছুক্ষণ ধরতে পারেন।

* কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে তা শুকিয়ে যাবে।

* এরপরও যদি আপনার ফোন চালু না হয় তাহলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান।