উত্তর পতেঙ্গায় উঠান বৈঠকে ইসরাফিল খসরু: জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় ফিরবে গণতন্ত্রের বিএনপি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০৩:৩৫ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
উত্তর পতেঙ্গায় উঠান বৈঠকে ইসরাফিল খসরু: জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় ফিরবে গণতন্ত্রের বিএনপি

ডেস্ক নিউজ:


উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)আয়োজিত নির্বাচনী কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ এর সম্ভাব্য প্রার্থী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।


 


 

আজ উত্তর পতেঙ্গায় ৯টি সেন্টারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 




উঠান বৈঠকে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা,নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি, কাউন্সিলর ডাঃ নূরুল আবছার, সাবেক সাধারণ সম্পাদক ও টিএসপি সিবিএর সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সহ- সভাপতি মোঃ আবু জাফর আহমদ,নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাবেক কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ হারুন কোম্পানি, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ লোকমান, সদস্য সচিব মোঃ মনজুর কাদের, যুগ্ম আহ্বায়ক মোঃ আমিন, বিএনপি নেতা মোঃ জসীম উদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ ইউসুফ,নূর মোহাম্মদ, রেজাউল করিম রেজা, খোরশেদ আলম,শওকত হাসান সহ বিভিন্ন ইউনিটের বিএনপি,যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ,শ্রমিক দল ,তাঁতীদল কৃষক দল,মহিলা দল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

প্রধান অতিথি ইসরাফিল খসরু সবাই কে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীকে গণ জোয়ার সৃষ্টি করতে দৃঢ় আহ্বান জানিয়েছেন।