কুড়িগ্রামে উপজেলা আঃলীগ সভাপতি কারাগারে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ   |   ৯২ বার পঠিত
কুড়িগ্রামে উপজেলা আঃলীগ সভাপতি কারাগারে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজকে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ (২২ এপ্রিল) কুড়িগ্রাম জেলা জজ কোর্টে আত্মসমর্পণ করে তিনি জামিন চাইলে আদালত তা নাকচ করে দেন। এরপর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
 

শাহজাহান সিরাজ ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার কলেজ রোডের বাসিন্দা। এছাড়া জয়মনিরহাট বাজারের কাছে তার আরও একটি বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
 

সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় তাকে হামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ আহত হন, যা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
 

এছাড়াও, তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, পদ বিক্রি ও দলীয় প্রতীকে চেয়ারম্যান মনোনয়নে আর্থিক লেনদেনের মতো একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়রা দাবি করেন, তিনি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে স্বজনপ্রীতি ও অনিয়মের আশ্রয় নিয়েছিলেন।
 

২০৫/২৪ নম্বর মামলায় আজ আদালতে হাজির হয়ে জামিন প্রত্যাখ্যাত হওয়ায় তাকে জেলে পাঠানো হয়েছে। এই ঘটনাকে ভূরুঙ্গামারীর রাজনৈতিক অঙ্গনে একটি বড় মোড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে, তার গ্রেফতারের মাধ্যমে এলাকার রাজনীতিতে জবাবদিহিতা ও স্বচ্ছতা ফিরে আসতে পারে।