১৪ কিলোমিটার যানজট বঙ্গবন্ধু সেতু‌ পূর্ব এলাকায়

প্রকাশকালঃ ১০ জুন ২০২৩ ০৩:০৫ অপরাহ্ণ ১০৬ বার পঠিত
১৪ কিলোমিটার যানজট বঙ্গবন্ধু সেতু‌ পূর্ব এলাকায়

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কের সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়ক দুর্ঘটনায় এ অবস্থার সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়ক স্বাভাবিক হতে শুরু করে। এতে চরম বিপাকে পড়েছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহনগুলো।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি জাহিদ হাসান কালের কণ্ঠকে বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। সেই পিকআপ ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়। এ ছাড়াও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। আমরা সড়কে দায়িত্বপালন করছি।


বেলা বাড়ার সাথে সাথে মহাসড়ক স্বাভাবিক হয়ে যাবে। এদিকে, এ যানজটের ফলে ঢাকামুখী যানগুলো বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বর হয়ে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়কে চলাচল করে। উত্তরবঙ্গের প্রবেশপথ এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের প্রায় ২৩টি জেলার যানবাহন চলাচল করে। 

প্রতিদিন গড়ে ১৮/২০ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। ঈদসহ যেকোন উৎসবের ছুটিতে এর সংখ্যা ৪০ হাজার পেরিয়ে যায়।