মো. সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রামে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবে এ কর্মসূচী পালন করা হয়। দৈনিক করতোয়া প্রতিনিধি আলহাজ্ব সাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউয়েটের একাডেমিক রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আজম আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. আব্দুস সালাম, নাটোর জজ কোর্টের আইনজীবী মো. রবিউল আলম, জোনাইল ডিগ্রি কলেজের আইসিটি প্রদর্শক মো. আলমগীর কবিরাজ বক্তব্য রাখেন। এছাড়াও করতোয়া পত্রিকার সার্বিক উন্নয়ন কামনা করে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের আহ্বায়ক মো. ওসমান গনি সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ আলী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন ইসলাম (শিহাব), নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান জুয়েল, বনপাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. জাকির হোসাইন, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মো: সাব্দুল আলী, প্রচার সম্পাদক মো. রায়হান সরকার প্রমুখ।