মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখায় শতভাগ স্কলারশিপের সুযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ণ   |   ১১৫ বার পঠিত
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখায় শতভাগ স্কলারশিপের সুযোগ

অনলাইন ডেস্ক:-
 

মালয়েশিয়ার বিশ্ব র‌্যাংকিং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ সুযোগ নিয়ে এসেছে। ২০২৫ সালের মে ইনটেকের মাধ্যমে এই সুযোগ প্রদান করা হবে। শিক্ষার্থী এবং অভিভাবকদের এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানাতে, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী "স্কলারশিপ ডে"।
 

আগামী ৭, ৮, এবং ৯ই ফেব্রুয়ারি, শুক্র, শনি ও রবিবার, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার ক্যাম্পাস (২৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা) এর নিচতলায় স্কলারশিপ ডে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এই সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন এবং ক্যাম্পাসের অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন।