ঢাকায় গতকাল দুপুরে ছিলো বিএনপির পদযাত্রা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ জুন ২০২৩ ১২:২১ অপরাহ্ণ   |   ২৮৭ বার পঠিত
ঢাকায় গতকাল দুপুরে ছিলো বিএনপির পদযাত্রা

রকারের পদত্যাগসহ ১০ দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। শুক্রবার (১৬ জুন) দুপুরে জুমার নামাজের পর এ পদযাত্রার আয়োজন করা হবে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রাটি দুপুর আড়াইটায় মিরপুর পল্লবীর স্বপ্ন সুপার শপের সামনে থেকে শুরু হবে। 

আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা দুপুর ৩টায় আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা থেকে শুরু হবে। পদযাত্রায় বিএনপি কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানান তিনি।