আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, বিশেষ অভিযানে গ্রেফতার ১০২ জন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৩ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, বিশেষ অভিযানে গ্রেফতার ১০২ জন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

রাজধানীর আদাবরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আদাবর থানা পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় একটি পুলিশ টহল দল ভিকটিম উদ্ধারে গেলে স্থানীয় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল আল আমিনকে গুরুতর জখম করে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
 

ঘটনার পরদিন ২ সেপ্টেম্বর (সোমবার) আদাবর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে রয়েছে মোঃ মিজান মাতব্বর (২৮), মোঃ রাব্বি (২১), মোঃ রবিউল ইসলাম ওরফে রবি মন্ডল (৫০), জুয়েল সরদার (২৬), সবুজ মিয়া (২৬), মোছাঃ রিনা বেগম (৩০), ফজলু শেখ (৩৮), নাজমুল হুদা (৪২) সহ আরও অনেকে।
 

অভিযানের সময় তাদের কাছ থেকে ২৫টি লাঠি, ১২টি সামুরাই তলোয়ার, ১১টি লোহার রড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 

গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম পাঁচ আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ৯৭ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে আদাবর থানা পুলিশ।

সূত্র: ডিএমপি নিউজ।