মুরাদনগরে অপারেশন ডেভিল হান্টে’ তিনজন গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩ অপরাহ্ণ   |   ১৬২ বার পঠিত
মুরাদনগরে অপারেশন ডেভিল হান্টে’ তিনজন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধিঃ-

 

‘অপারেশন ডেভিল হান্টে’ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত, জামান মিয়া (২৯) বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর গ্রামের সুমন মিয়ার ছেলে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া জামান মিয়া বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে, উপজেলার নবীপুর পূর্ব ও যাত্রাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ কানু মিয়া (৫৫) যাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও যাত্রাপুর গ্রামের মৃত সাম মিয়ার ছেলে, অপরজন তুষার ভূঁইয়া (৩৬) নবীপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা ও বাখরনগর গ্রামের মৃত আলী আশ্রাফ ভূঁইয়ার ছেলে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত কানু মিয়া ও তুষার ভূঁইয়ার বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে।