রাজধানীতে সেনা ও র‌্যাবের পোশাকে দুর্ধর্ষ ডাকাতি: বিস্তারিত বিবরণ

প্রকাশকালঃ ১৩ অক্টোবর ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ ৫৮৮ বার পঠিত
রাজধানীতে সেনা ও র‌্যাবের পোশাকে দুর্ধর্ষ ডাকাতি: বিস্তারিত বিবরণ

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা, ১২ অক্টোবর: রাজধানীর মোহাম্মাদপুরে গত শুক্রবার রাতে সেনা ও র‌্যাবের পোশাকধারী একদল দুর্বৃত্ত একটি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি চালিয়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে তিনটার দিকে ১৫-২০ জনের একটি দল চার-পাঁচটি হাইস গাড়ি নিয়ে এসে এই ঘটনা ঘটায়। তাদের অধিকাংশই সেনাবাহিনীর পোশাক পরে ছিল, কয়েকজন র‌্যাবের কটি পরে ছিল এবং বাকিরা সিভিল পোশাক পরে ছিল।
 

ভুক্তভোগী বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক জানান, দুর্বৃত্তরা তাকে অস্ত্র রয়েছে বলে হুমকি দিয়ে বাড়িতে ঢুকে পুরো বাড়ি তল্লাশি করে। তিনি বলেন, "তারা আমার দুই হাত ধরে বলে, তোর কাছে অস্ত্র আছে, অস্ত্রগুলো বের কর।"
 

ভবনের অন্যান্য বাসিন্দারাও জানান, দুর্বৃত্তরা যৌথ বাহিনীর পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভেঙে টাকা ও স্বর্ণ লুট করে নিয়েছে।
 

এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।