প্রকাশকালঃ
২১ মার্চ ২০২৩ ০২:০০ অপরাহ্ণ ২১৩ বার পঠিত
আজ সন্ধ্যায় স্থানীয় মুসলিমদের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। কেউ চাঁদ দেখলে তা নিকটস্থ আদালতকে জানাতে বলা হয়।
সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ২৮ শাবান। আজ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার থেকে রোজার মাস শুরু হবে। আর দেখা না গেলে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। তাই স্থানীয় মুসলিমদের আজ সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানানো হয়।
কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে রমজান মাসের চাঁদ দেখলে তাদের নিকটতম আদালতকে জানাতে বলা হয় এবং তাদের সাক্ষ্য রেকর্ড করতে বলা হয়। কিংবা নিকটতম কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের সাক্ষ্য রেকর্ড করতে বলা হয়।