সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিচারের দাবি, দেশবাসীর উদ্বেগ

প্রকাশকালঃ ০৯ আগu ২০২৪ ০৯:২২ অপরাহ্ণ ৫৪৪ বার পঠিত
সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিচারের দাবি, দেশবাসীর উদ্বেগ

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে সাউথ এশিয়ান দলিত ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার। সংগঠনের নেতারা বলেন, এই সহিংসতায় হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ঝর্ণা বাড়ৈসহ অন্যান্য নেতারা জানান, কিছু স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে এই হামলাগুলো চালিয়েছে। তারা দাবি করেন, এই ঘটনাগুলো ভিত্তিহীন এবং মানবতাবিরোধী। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় সরকারের দায়িত্ব রয়েছে।
 

বিবৃতিতে আরও বলা হয়, এই সহিংসতার ফলে দেশের সাম্প্রদায়িক সহাবস্থান বিঘ্নিত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ভীত ও নিরাপত্তাহীন বোধ করছে। তাই অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।