আগামী জুলাই মাস থেকে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধঃ পলক

প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ ২০৬ বার পঠিত
আগামী জুলাই মাস থেকে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধঃ পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী জুলাই মাস থেকে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করা হবে।

তিনি গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করার জন্য প্রযুক্তিগত প্রস্তুতি চলছে। জুলাই মাসের মধ্যে এই প্রস্তুতি সম্পন্ন হবে। এরপর অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করা হবে।

তিনি বলেন, অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করা হলে দেশের সার্বিক টেলিযোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা বৃদ্ধি পাবে। পাশাপাশি সরকারের রাজস্ব আহরণও বাড়বে।

প্রতিমন্ত্রী বলেন, অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের জন্য জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হবে।