বিরক্ত হয়ে ক্ষোভ ঝাড়লেন ভাইরাল উপস্থাপিকা দীপ্তি

প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৪ ০৬:০৮ অপরাহ্ণ ০ বার পঠিত
বিরক্ত হয়ে ক্ষোভ ঝাড়লেন ভাইরাল উপস্থাপিকা দীপ্তি

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যখন উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, তখন একটি টেলিভিশন টক শোতে বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিএনপি নেতা গোলাম মাওলা রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। প্রায় ৪৯ মিনিটের এই টক শোতে শুরু থেকেই দীপ্তি বুদ্ধিদীপ্ত আলোচনা এবং ধৈর্যশীলতা প্রদর্শন করেছিলেন, যা তাকে দর্শকদের প্রশংসায় ভাসিয়ে দেয়। এই পর্বটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে, এবং তার মুখ শহরের দেওয়ালে আঁকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতিতেও স্থান পায়।
 


তবে, দীপ্তি তার এই প্রশংসা উপভোগ করতে পারছেন না, কারণ তাকে সহ্য করতে হচ্ছে নানা কটাক্ষ। টক শো শেষে বিচারপতি মানিকের উপর ক্ষুব্ধ দীপ্তি চিৎকার করে বলেছিলেন যে তিনি মুক্তিযোদ্ধার সন্তান। কিন্তু এ কথাই যেন তার জন্য বিষফোঁড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। এর পর থেকেই তাকে বডি শেমিং, বয়স নিয়ে কটাক্ষ এবং নানা ধরনের আক্রমণের শিকার হতে হচ্ছে। এখন নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন তার ‘মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান’ পরিচয়ের সত্যতা নিয়ে।
 

এ বিষয়ে দীপ্তি বেশ বিরক্ত এবং ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, "বডি শেমিং, ট্রলিং, পলিটিক্যাল হ্যারেসমেন্ট, আরও কত কিছু! একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনল না বলে এত কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন।"