কুড়িগ্রামে ৪০০ বোতল ইস্কাফসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ অক্টোবর ২০২৫ ০৬:৩৭ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
কুড়িগ্রামে ৪০০ বোতল ইস্কাফসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের নাগেশ্বরী থানার সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০০ বোতল ইস্কাফসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
 

গ্রেফতারকৃতের নাম মোছা. রিনা বেগম (৩৫)। তিনি নাগেশ্বরী থানার হিরারকুটি এলাকার বাসিন্দা।
 

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিনা বেগমের নিজ বাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র ওসি মো. বজলার রহমান জানান, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে রিনা বেগমকে বিপুল পরিমাণ ইস্কাফসহ আটক করা হয়েছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 

তিনি আরও বলেন, “কুড়িগ্রাম জেলা থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”