 
                            
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয় সোমবার বিকেলে। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ৩০ জন কৃষক-কৃষাণী। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষক সাইদুর রহমান। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারফুদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রসূল আশরাফী সহ অনেকে।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারফুদুল হক বলেন ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেকেই প্রশিক্ষণ শেষে ফলজ গাছের চারা ও সবজি বীজ পাবে। এই চারা ও বীজগুলো সঠিক ভাবে রোপন করলে প্রতিটি বাড়ি হবে ছোট খাটো একেকটি পুষ্টি বাগান। এতে করে একদিকে যেমন বাড়ির সকল সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ হবে অপর দিকে ওই পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে ৮ টি করে বিভিন্ন ফলজ গাছের চারা এবং বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                