আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন গত ২৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭:৪০ ঘটিকায় ৪ নং বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মহাবিদ্যালয় এর মাঠে ডিবি কুড়িগ্রাম এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দসহ ফুলবাড়ী বড়ভিটা এলাকার মাঅক কারবারি মোঃ সাগর খান (২১) কে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম কুড়িগ্রামের ফুলবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।