রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা: স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৮ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ন্যায়ভিত্তিক, সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এ বাহিনী সমাজের নিরাপত্তা কাঠামো গঠন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছে।
 

বুধবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
 

উপদেষ্টা বলেন, দেশসেবার ব্রত নিয়ে গঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অনন্য ভূমিকা পালন করছে। বাহিনীর ৩৯টি পুরুষ আনসার ব্যাটালিয়ন, ২টি মহিলা আনসার ব্যাটালিয়ন এবং একটি বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়নসহ মোট ৪২টি ব্যাটালিয়ন রয়েছে। এর মধ্যে ১৬টি ব্যাটালিয়ন দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া, বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় ইভেন্টে বাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের সাথে একীভূত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 

তিনি আরও বলেন, ভূমিদস্যু প্রতিরোধ, ভেজালবিরোধী অভিযান ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করছে আনসার বাহিনী। দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে কূটনৈতিক মিশনসমূহে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রেও এ বাহিনী কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
 

তিনি আরও বলেন, বাহিনী শুধু নিরাপত্তার ক্ষেত্রেই নয়, তরুণ সমাজের কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা গঠনে উল্লেখযোগ্য অবদান রাখছে। বাহিনীর গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে, যেখানে ভিডিপির ডাটাবেজ ডিজিটালাইজেশনসহ নতুন অবকাঠামো সংযোজন করা হয়েছে। দেশের শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ও অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় এক লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও বাহিনীর কার্যক্রমের অন্তর্ভুক্ত।
 

উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্যরা নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।
 

অনুষ্ঠানে তিনি বাহিনীর ১৮ জন কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য সদস্যদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করেন। এবছর সেবা ও সাহসিকতার ৪টি বিভাগে ৮টি ক্যাটাগরিতে মোট ১৫৬ জন সদস্যকে পদক প্রদান করা হয়।
 

পরে উপদেষ্টা আনসার একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন, ফটোসেশনে অংশ নেন এবং কুটিরশিল্প প্রদর্শনী পরিদর্শন করেন।