মিথ্যা অপপ্রচার ও ভিডিও সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

প্রকাশকালঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ ০ বার পঠিত
মিথ্যা অপপ্রচার ও ভিডিও সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ঢাকা প্রেস,বিশেষ প্রতিনিধি:-
 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার বিগত নির্বাচনে মনোনয়নপত্র জমা প্রদান, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের দিন দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে তোলা একটি সৌজন্যমূলক ছবি সাংবাদিকদের মাধ্যমে প্রকাশিত হয়। আমি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে, দীর্ঘদিন ধরে দলের নীতি ও আদর্শ মেনে রাজনীতি করে আসছি।


কিন্তু আমার প্রতিপক্ষ ওই ছবিটিকে বিভিন্নভাবে অপব্যবহার করে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তারা এই ছবির ভুল ব্যাখ্যা দিয়ে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ছবিটিকে বিকৃতভাবে উপস্থাপন করে আমাকে এবং আমার দলকে আক্রমণ করার অপপ্রয়াস চালানো হচ্ছে।
 

উল্লেখিত দিনে আমি এবং আমার দলের নেতাকর্মীরা সকলে উপস্থিত ছিলাম। দেশের শান্তি, শৃঙ্খলা ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিভিন্ন বিষয়ে আলোচনা করি। অথচ প্রতিপক্ষরা এই ছবি ও ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের সাথে আমার যোগসূত্র আছে বলে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, আওয়ামী লীগের সাথে আমার রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই।
 

এই মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সত্যের প্রকাশ ঘটবে এবং এই ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা ব্যর্থ হবে।

প্রতিবাদকারী---- 
মাসউদা আফরোজ হক শুচি।
সাধারণ সম্পাদক,জাতীয়তাবাদের মহিলা দল,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।