ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে, এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারি, রোববার সকালে বন্দর বাসস্ট্যান্ড এলাকায়।
নিহত অটোরিকশা চালকের নাম আসাদ মিয়া, তিনি পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
দুর্ঘটনার পর, ক্ষুব্ধ স্থানীয়রা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন, যার ফলে দুইপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মদনগঞ্জ থেকে যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আসাদ মিয়া মারা যান। এছাড়া, অটোরিকশার তিন যাত্রী আহত হন, তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর, ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে।