যোগদান না করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ০৪:১০ অপরাহ্ণ   |   ৬৬২ বার পঠিত
যোগদান না করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ



স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (১ অক্টোবর) জানিয়েছেন, পুলিশ বাহিনীতে শূন্যপদ পূরণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "পুলিশ বাহিনীতে যোগদান না করা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরা আর পুলিশ নয়, অপরাধী।"
 

তিনি আরও জানান, আনসার, পুলিশ ও বিজিবি-তে নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী দু'একদিনের মধ্যে সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ বাহিনী সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। এ কাজের জন্য গঠিত একটি কমিটি প্রতিবেদন দেবে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হবে।

 

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে। শান্তিচুক্তির পরও একদল অস্ত্র সারেন্ডার করেনি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা মাজার দরগাহগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আশ্বাস দেন।