|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৩:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৫


শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৫


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান ঢাকা ক্লাব লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ক্লাবের সঙ্গে সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে চলেছে। খেলাধুলার চর্চা ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকা ক্লাব আয়োজন করেছে “ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৫”
 

টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে গত ২৬ এপ্রিল ২০২৫, শনিবার দুপুর ১:৩০টায় ঢাকা ক্লাবের প্রধান লাউঞ্জে এক সংবাদ সম্মেলন ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা ক্লাবের সম্মানিত সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) ক্লাবের স্নুকার রুমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
 

এবারের আসরে ঢাকা শহর এবং এর বাইরের ১০টি ক্লাব থেকে মোট ৪৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। পুরো টুর্নামেন্টের আয়োজন ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ।
 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির পাশাপাশি টুর্নামেন্ট ডিরেক্টর আব্দুল্লাহ আহমেদ ইব্রাহিম (কাজু) মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছাড়াও ডিরেক্টর ইনচার্জ আব্দুর রহমান, ঢাকা ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যগণ, অংশগ্রহণকারী খেলোয়াড়গণ, ক্লাবের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলকে ১,০০,০০০/- টাকা (এক লক্ষ টাকা) এবং রানারআপ দলকে ৫০,০০০/- টাকা (পঞ্চাশ হাজার টাকা) ও ট্রফি প্রদান করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫