সিলেট ডিভিশনের ইউনাইটেড এসএসসি ৯৬ পরিবার আয়োজন করছে বন্ধু উৎসব ২০২৫।

প্রকাশকালঃ ০৭ ডিসেম্বর ২০২৪ ০৬:০৪ অপরাহ্ণ ০ বার পঠিত
সিলেট ডিভিশনের ইউনাইটেড এসএসসি ৯৬ পরিবার আয়োজন করছে বন্ধু উৎসব ২০২৫।

ঢাকা প্রেস নিউজ

বন্ধুরা,
আগামী ১৭ জানুয়ারি, শুক্রবার, সিলেট ডিভিশনের ইউনাইটেড এসএসসি '৯৬ পরিবার আয়োজন করছে বন্ধু উৎসব ২০২৫

📍 স্থান: সিলেট গালফ ক্লাব মাঠ।

বিশেষ আকর্ষণ:
আমাদের জন-প্রিয় জাদুশিল্পী বাসেদ মাহমুদ নিজে সবাইকে আমন্ত্রন জানিয়ে তার ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন:
"আমি আসছি আমার জমকালো জাদু নিয়ে, তোমরা আসছ তো?"

চলুন, স্মৃতিময় বন্ধুত্বের এই মিলনমেলায় সবাই একসাথে আনন্দে মেতে উঠি! 🎉