ভোলায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব তরুনদের সাথে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকার 

প্রকাশকালঃ ০২ জানুয়ারি ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ণ ০ বার পঠিত
ভোলায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব তরুনদের সাথে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকার 

ঢাকা প্রেস

জহিরুল ইসলাম লিটন,ভোলা প্রতিনিধি:-

 


'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিয়ে দ্বীপ জেলা ভোলাতে  শুরু হয়েছে তারুণ্যের উৎসব।  প্রায় ২ মাস উৎসবের অংশ হিসাবে  বুধবার  সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  বেলুন উড়িয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো আজাদ জাহান। 
পরে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে  একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 
র‌্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো আজাদ জাহান।


পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্কুল কলেজের তরুনরা,ক্ষুদে শিক্ষার্থীরা এতে অংশ নেন।


র‌্যালি  শেষে  জেলা প্রশাসক বলেন, 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসব।

 
আয়োজকরা জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫১দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ভোলা জেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনীসহ নানান কিছু থাকবে। ভোলা জেলা প্রশাসন এসব আয়োজন করবে। এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘লিড মিনিস্ট্রি’ হিসেবে থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত  অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান,ভোলা জেলা সিভির সার্জন ডাঃ মো.মনিরুল ইসলাম,এলজিইডি ভোলার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো মনজুর হোসেন,ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,ভোলা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর সোপান,ভোলা জেলা তথ্য অফিসার শাহ  আব্দুর রহিম নুরন্নবী,ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।